মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
সুরমাপোস্ট ডেস্ক::
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে হেফাজতে নিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
১০ জানুয়ারি সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি লন্ডনের ফ্লাইট ধরতে চেয়েছিলেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এসএসআই) সদস্যদের আপত্তিতে তাকে আটকে দেওয়া হয় বলে জানিয়েছেন বিমানবন্দর ইমিগ্রেশন কর্মকর্তারা। বিমানবন্দর থেকে তাকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
বিমানবন্দরের কর্মকর্তারা জানান, পাসপোর্টে নিপুণের নাম নাসরিন আক্তার লেখা ছিল। মুখে মাস্ক থাকায় তাকে প্রথমে কেউ চিনতে পারেনি। বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশনে গেলে গোয়েন্দা সংস্থার লোকজন তার ব্যাপারে আপত্তি তোলেন। তিনি প্রথমে নিজেকে নিপুণ বলে অস্বীকার করে নাসরিন আক্তার পরিচয় দেন। পরে, যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায় তিনিই নিপুণ।
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় নিপুণকেও আর মিডিয়ার সামনে আসতে দেখা যায়নি। আওয়ামী সরকার পতনের পর এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। তার সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। অনেকেই বলছিলেন, গ্রেপ্তার আতঙ্কে নিপুণ দেশ ছেড়েছেন। তবে সিলেট বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেওয়ার পর নিশ্চিত হওয়া গেল নিপুণ দেশেই ছিলেন।