মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ঐতিহ্য যাদুঘর মাঠে চলছে তারুণ্য মেলা। মেলার মঞ্চে আজ রবিবার ইউরোপীয় ইউনয়িন ও ব্র্যাকরে যৌথ র্অথায়নে বাস্তবায়তি প্রত্যাশা-২ প্রকল্পরে উদ্যোগে পট গানের আয়োজন করা হয়।
মেলায় আসা সম্ভাব্য বদিশেগামী ফাহিম জানান, আমরা যারা বদিশে যেতে চাই অনকে কছিুই জাননিা। আজকে এই পট গানরে মাধ্যমে অনকে কছিু জানলাম।
জনসাধারণকে নরিাপদ অভবিাসন ও ক্ষতগ্রিস্ত বিদেশ ফেরতেদের টেকসই পুনরকেত্রীকরণরে প্রয়োজনীয়তা সর্ম্পকে জানাতে ইউরোপীয় ইউনয়িন ও ব্র্যাকরে যৌথ র্অথায়নে বাস্তবায়তি প্রত্যাশা-২ প্রকল্পরে অধীনে আজ সুনামগঞ্জ জলোর ঐতহ্যি যাদুঘর প্রাঙ্গণে পরবিশেতি হয় পট গান।
উল্লখ্যে এই পট গানে মূলত একটি কাহিনী বা গল্প করা হয় যখোনে নিরাপদ অভিবাসন, বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ এবং মানব পাচার প্রতিরোধে সচেতনতা তৈরির বিষয়গুলো ফুটে উঠে।
এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধদিপ্তর, সুনামগঞ্জ এর উপপরচিালক সৈয়দ শাহিনুর আলম, ব্র্যাক জলো সমন্বয়ক এ কে আজাদ ও এমআরএসসি কো-অর্ডিনেটর নজরুল ইসলাম সহ সুধীজনরা।