মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি::
জামালগঞ্জ ইয়থ পিস এ্যাম্বাসেডর গ্রুপ’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় ত্রৈমাসিক সভামঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ওয়াই পিএজির সমন্বয়কারী কলি আক্তারের সভাপতিত্বে ওছাদিকুর রহমান স্বাধীন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ পিএফজির পিস এ্যাম্বাসেডর নূরুল হক আফিন্দি স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।
সভায় জানানো হয়, একটি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে কাজ করছি আমরা। জামালগঞ্জে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষে আগামী ছয় মাসের একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। উপজেলার সদর ইউনিয়নের ৮ নয় ওয়ার্ড এ। এ সময় ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময়, সকল ধর্মের তরুণদের নিয়ে সভা, মানববন্ধন আয়োজন করা হবে।
সভায় বক্তব্য রাখেন, শরিফ আহমদ, সালমা খাতুন, রোমানা আক্তার, িজাহাঙ্গীর আলম, মারুফ আহমদ, আফরোজা আক্তার, তামান্না আক্তার, ফারিহা ইসলাম, আনোয়ার হোসেন, পারভেজ মোশারফ সুমাইয়া ছিদ্দিকা প্রমূখ।