মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক প্রকল্পের আওতায় ভিক্ষুকদের মাঝে বিকল্প কর্মসংস্থান সহায়ক উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে উপজেলার ১৩জন ভিক্ষুককে এসব সামগ্রী প্রদান করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রধান অতিথি হিসেবে ছাতকের ১৩জন ভিক্ষুককে গরু, ছাগল, হাঁস, মুদি দোকানের মালামাল, হোটেল পরিচালনা সামগ্রী, দোকানের জন্য সবজি ভর্তি ভ্যানগাড়ি ও ভ্যানগাড়িসহ ষ্টেশনারী দোকানের মালামাল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। উপজেলা সমাজসেবা অফিসার শাহ মোহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল আমিন, ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, ছাতক প্রেসক্লাব সাধারন সম্পাদক আব্দুল আলিম, সহ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আজির, সাংবাদিক রেজাউল করিম রেজা, সাকির আমিন, ছাত্রনেতা জুবায়ের আহমদ, সমাজসেবা অফিসের ফয়জুর রশীদ, সুব্রত তালুকদার রিতা রানী, মিজানুর রহমান, স্মৃতি রাণী দাস প্রমুখ উপস্থিত ছিলেন। পুনর্বাসিত ভিক্ষুকের মাঝে জয়ফুল নেছা ও আলছুমা বেগমকে ৭৫টি করে হাঁস, নুর ইসলামকে ১টি গাভী, মকদ্দুস আলী, গিয়াস উদ্দিন, হানিফ আলী ও জমসিদ আলীকে ২৫টি ছাগল, নুরুল আবদীনকে সবজি ভর্তি ভ্যানগাড়ি, সুনারা বেগমকে ষ্টেশনারী দোকানের মালামাল ভর্তি ভ্যানগাড়ি, আব্দুস সহিদকে মুদি দোকানের মালামাল ভর্তি ভ্যানগাড়ি, উকিল আলীকে চা ষ্টল দোকানের মালামালসহ সরঞ্জাম ও নোয়াব আলীকে সবজি ভর্তি ভ্যানগাড়ি ও সবাইকে পরিবহন খরছের জন্য ১লাখ ১১হাজার টাকা প্রদান করা হয়।