মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সভা আগামী ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বেলা দুই ঘটিকায় সুনামগঞ্জ পৌর শহরের কালীবাড়ী রোডস্থ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মোঃ আব্দুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটির এক জরুরী সভা বৃহস্পতিবার আহবান করা হয়েছে। সভায় সাংগঠনিক ও বিবিধ বিষয় নিয়ে আলেচনা করা হবে। উক্ত জরুরী সভায় সকল সম্মানীত সদস্যবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইল।