মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানাধীন ১নং শিমুলবাক ইউনিয়নের মুরাদপুর গ্রামের তেরবজান হাওরের একটি ধানক্ষেত সংলগ্ন ছোট ডোবায় একটি অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ২টা ৩০ ঘটিকায় লাশটি হাওরে পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে।
স্থানীয়দের সহায়তায় মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। মরদেহের সঠিক পরিচয় উদঘাটনের জন্য সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সকলের সহায়তা কামনা করা হচ্ছে।
যদি কেউ উক্ত মরদেহটির পরিচয় সম্পর্কে কোনো তথ্য বা সূত্র জানেন, অনুগ্রহ করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জের মোবাইল নম্বরে (০১৩২০-১২১০৭৬) বা সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয় দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।