মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা প্রশাসন এর আয়োজনে, জেলা পুলিশ এর সহযোগিতায় এবং বাংলাদেশ বেনারসি মসলিন এন্ড জামদানী সোসাইটি ব্যবস্থাপনায় সুনামগঞ্জ শিল্প-পণ্য বাণিজ্য মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন হবে আজ। ষোলঘর জেলা ক্রীড়া সংস্থা (স্টেডিয়াম) মাঠে এ মেলার আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৬ ঘটিকায় মেলা মাঠে এ উদ্বোধনী সভা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, বিশেষ অতিথি সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান, পিপিএম, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সুনামগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর এড. মুহাম্মদ শামসউদদীন।