মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন

শীর্ষ সংবাদ :
সংবাদ সম্মেলনে যুবদল নেতা যুবলীগ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ছাত্র-জনতার উপর হামলা মামলায় বিশ্বম্ভরপুর আ.লীগের সভাপতি সহ ৫ জন কারাগারে অসমর্থ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে… জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান শাল্লায় বজ্রাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু সুনামগঞ্জে ট্রাফিক এর ভূমিকায় ইয়ূথ পিস এম্বাসেডররা দিরাইয়ে বড় ভাইকে না পেয়ে ছোট ভাইকে খুন দিরাইয়ে রাতের আঁধারে ধানের মুটে আগুন  সুনামগঞ্জ সদর ওয়েভ গ্রুপ গঠন শান্তিগঞ্জে মামলার আসামী নিষিদ্ধ ছাত্র সংগঠনের নেতাদের গ্রেপ্তারের না করায় জনমনে উদ্বেগ ছাত্রীদের দাবি আওয়ামী লীগের মন্ত্রীর বাড়ীতে নিরাপত্তায় আছি

সুনামগঞ্জ সদর পিএফজির পরিকল্পনা সভা

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা রবিবার শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী হলরুমে অনুষ্ঠিত হয়।

পিএফজির সদস্য প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম এর সভাপতিত্বে ও আবজর আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।

সভায় সদর পিএফজির পিস এ্যাম্বসেডর হিসেবে বিএনপির আকবর আলী, আওয়ামী লীগের মাহবুবুল হাছান শাহীন, অন্যান্য রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রফেসর সৈয়দ মহিবুল ইনলাম, নারীদের মধ্যে শাহিনা চৌধুরী রুবিকে মনোনীত করা হয়। সমন্বয়কারী হিসেবে প্রভাষক ফজলুল করিম সাইদ মনোনীত হন।

এ সময় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।

আগামী ১৭-২০ ফেব্রুয়ার বেসিক প্রশিক্ষ কক্সবাজার আয়োজনের জন্য দাবি জানানো হয়। মার্চের প্রথম সপ্তাহে আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের সাথে দেখা করে সম্ভাব্য তারিখ নির্ধারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল হাছান শাহীন, সুনামগঞ্জ পেও্রস বিটারিয়ান চার্চ এর সাধারণ সম্পাদক ডেনিস চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সহ সভাপতি বিটু বরুয়া, মাওলানা ফয়জুন্নুন ফয়েজ, কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম এর সভাপতি শাহীনা চৌধুরী রুবী, প্রতিমা রানী দাশ, ছালমা আক্তার চৌধুরী, তৃষ্ণা আক্তার রোশনা, কর্ণ বাবু দাস, পিয়াংকা, আলী ইমরান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.