মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”- এই শ্লোগানকে নিয়ে নরসিংদী সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, সকাল ১১টায় নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অনলাইনে উদ্বোধনী বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ রফিক উল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন নরসিংদীর উপপরিচালক মোঃ ইউসুফ আলী, নরসিংদী সাটিরপাড়া কালিকুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব। অনুষ্ঠান পিএফজি কোঅর্ডিনেটর হলধর দাস এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ড. নাজমুন নাহার নূর লুবনা।