মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
সুনামগঞ্জে আগামী পহেলা ফেব্রুয়ারি সকাল দশটায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠের (বালুর মাঠ) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সিলেট মহানগরী জামায়াতের আমীর ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান। জামায়াতের এই কর্মী সম্মেলন সফল করার জন্য ১৫ দিন ধরে জেলার বিভিন্ন উপজেলাসহ হাট বাজারে কর্মী সমাবেশ মিছিল মিটিং করছেন জেলা জামায়েতের নেতৃবৃন্দ।
জামায়াতের এই কর্মী সম্মেলনের সংবাদ প্রচারে সহযোগিতার জন্য বুধবার (২৯ জানুয়ারী) দুপুরে জেলা জামায়াতের হাছননগর কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান সংবাদ প্রচারে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, গণমানুষের নেতা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সংগঠনের কেন্দ্রীয় নেতাদের বক্তব্য আপনাদের মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যাবে, এই প্রত্যাশা করছি। সুনামগঞ্জে জামায়াতের এতো বড় আকারের কর্মী সমাবেশ এটাই প্রথম হচ্ছে বলে জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর মুমতাজুল হাসান আবেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ্, প্রচার সম্পাদক মো. নূরুল ইসলাম, পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মামুন প্রমুখ।
হাছননগরস্থ জেলা কার্যালয়ের উক্ত মতবিনিময় সভায় সুনামগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল পর্যায়ের গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।