মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
দিরাই উপজেলার ২১ সদস্যের কমিটিতে স্থান পাওয়ার জন্য ২৫ নেতাকর্মী আবেদন করেছেন। তারমধ্যে আহ্বয়ক পদে তিন জন, প্রথমযুগ্ম-আহ্বায়ক পদে ৪ জন এবং যুগ্ম আহ্বয়ক পদে ১৮ জন আবেদন করেছেন। দীর্ঘ দিন যাবৎ দিরাই উপজেলা বিএনপিতে বিভিন্ন গ্রুপ ও উপগ্রুপ হয়ে কর্মসূচি পালন করা হচ্ছে। ২০১৯ সালের জাতীয় নির্বাচনের পর থেকে নাছির গ্রুপ ও পাবেল গ্রুপ মাঠে সক্রিয় রয়েছে। তবে আরো কিছু উপ-গ্রুপ সৃষ্টি হয়েছে।
দিরাই উপজেলায কমিটির আহবায়ক পদে নাছির চৌধুরী বিস্বস্থ দুই নেতা আবেদন করেছেন তারা হলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সদ্য বিলুপড্ত দিরাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী ও দিরাই উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র সহসভাপতি আবদাই মিয়া। পাভেল গ্রুপ থেকে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাইযুম।
প্রথম-যুগ্ম আহবায়ক পদে রয়েছেন, নাছির চৌধুরী গ্রুপের দিরাই উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য বিলুপ্ত সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, মোঃ সমুজ মিয়া, পাভেল গ্রুপের মোঃ হুমায়ুন কবীর তালুকদার, ও লন্ডন প্রবাসী আলী আকবর চৌধুরী গ্রুপের আব্দুল করিম চৌধুরী।
যুগ্ম আহবায়ক পদে আছেন, মোঃ সুজাত মিয়া, মোঃ মফিজুর রহমান তালুকদার, আব্দুল্লা আল বাকী আজাদ, শেখ আব্দুল লতিফ, মোঃ শাহিনুর ইসলাম জিবাদুল, মোঃ মইদর আলী, মোঃ আনিছ উদ্দিন তালুকদার, সাইফুল ইসলাম, মোঃ সুয়েব হাসান, মানিক মিয়া তালুকদার, আলী আহমদ, মোঃ তাজুদুর রহমান তাজুল, মোঃ মাসুক মিয়া, মোঃ ফারুক মিয়া, মোঃ কামরুল ইসলাম, অ্যাডভোকেট ওবায়দুর রহমান চৌধুরী মিশু, মোঃ দিলদার চৌধুরী ও মোঃ আব্দুল কাদির।
জানা যায়, উপজেলা আহ্বয়ক কমিটি হবে ২১ সদস্যের। অনেকে আবেদন পত্র কিনেছেন যদি নির্ধারিত পদ না পান তাহলের সসদ্যতো হতে পারবেন। এ নিয়ে মিশ্র আলোচনা রয়েছে মাঠের কর্মীদের। তাদের দাবী তিন পদের তিন জন মনোনীত হওয়ার পর যাতে উপজেলার সকল এলাকা থেকে সদস্য নিয়ে ২১ সদস্য করা হয়। এ বিষয়ে তারা জেলা আহ্বায়ক কমিটির সহযোগিতা চেয়েছেন।