মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন

শীর্ষ সংবাদ :
সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের সাথে কলেজ প্রশাসনের একাত্মতা ছাতকে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেফতার জামালগঞ্জে ওয়েভ গ্রুপ গঠন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনিদিষ্ট কালের জন্য শাটডাউন নির্বাচন না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে… মিজান চৌধুরী সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে সুজনের মানববন্ধন শান্তিগঞ্জ বাজারে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ও জনসংযোগ জেলা বিএনপির আহ্বায়ক মিলনের রোগ মুক্তি কামনায় দিরাইয়ে দোয়া মাহফিল শাল্লায় ইউপি সচিবের প্রোফাইলে শেখ মুজিবুরের ছবি!  ছাতকে নাসির বিড়ি ও মোটরসাইকেল সহদুই চোরাকারবারী আটক

বিএনপির আহ্বয়ক পদে ১ জন এবং যুগ্ম আহ্বায়ক পদে ২ জনের আবেদন নাচক

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ জেলা বিএনপির ১২ উপজেলা ও ৪ পৌরসভার কমিটিতে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের পদ পেতে আগ্রহীদের মধ্যে প্রাথমিক যাচাই-বাছাইয়ে তিন জনের আবেদন নাকচ করা হয়েছে। অন্য আরও ২৭ জনের আবেদন স্থগিত করা হয়েছে। তিনজনের বিরুদ্ধে বিগত সময়ে আওয়ামী লীগ ও জাপার সভা সমাবেশে যোগদানের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অন্যদের বিরুদ্ধে বিগত সময়ে আওয়ামী লীগের এমপি, মন্ত্রীর কাছ থেকে সুযোগ—সুবিধা নেওয়া, মিলেমিশে ব্যবসা বাণিজ্য করার অভিযোগ আছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। গেল ২৫ নভেম্বর থেকে শুরু হয় ফরম বিতরণ ও জমা দেবার কাজ।

এরমধ্যে চূড়ান্তভাবে নাকচ করা হয়েছে তিনজনের আবেদন। চূড়ান্তভাবে বাতিল হওয়া তিন জনের আবেদনের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলা কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে আবেদনকারী মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হক, দিরাই উপজেলা বিএনপিতে আহ্বায়ক পদে আবেদনকারী রশিদ আহমদ বাচ্চু এবং সুনামগঞ্জ সদর উপজেলায় যুগ্ম আহ্বায়ক পদে আবেদনকারী ফারুক আহমদের আবেদন চূড়ান্তভাবে বাতিল হয়েছে বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। এরা ফরম সংগ্রহের সময় যে টাকা দলীয় দপ্তরে জমা দিয়েছিলেন, সেটিও ফেরত দেবার সিদ্ধান্ত হয়েছে।
জেলা বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানান, আওয়ামী লীগের দুঃশাসনের ১৫ বছরে বিএনপি নেতা কর্মীরা যখন নানাভাবে নির্যাতিত হচ্ছিলেন। ওই সময় আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতা—কর্মীদের সঙ্গে মিলেমিশে ব্যবসা করা। খাতির রেখে ফায়দা লোটা। বিএনপির কর্মসূচিতে না আসা, ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন থেকে নিজেকে সরিয়ে রাখাসহ নানা কারণে জেলার ১২ উপজেলা ও চার পৌরসভা ইউনিটে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদ পেতে আগ্রহীদের মধ্যে ৩০ জনের আবেদন প্রাথমিকভাবেই বাতিল হয়েছে।

দিরাই উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রশিদ আহমদ চৌধুরী বাচ্চু বলেন, আমি আওয়ামী লীগে গিয়েছিলাম কিন্তু তাদের কোন কর্মসূচিতে যোগ দেইনি। কিছুদিনের মধ্যেই আমার নেতা নাছির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সরকার বিরোধী আন্দোলনে আমি নিজেকে সক্রিয় করি। দিরাই বিএনপিতে একাধিক গ্রুপ হওয়ায় আমি নিজে একটি বলয় সৃষ্টি করে সরকার বিরোধী সকল কর্মসূচি পালন করেছি। আশা করি দল বিষয়টি নমনীয় ভাবে দেখবে।
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হক বললেন, আমি দল বদল করি নি। কোন দলের সভা—সমাবেশেও কখনো যাই নি। আমার আবেদন নাকচ করার বিষয়েও এখনো জানি না।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর প্রদানকারী সদস্য অ্যাড. আব্দুল হক বললেন,‘তিনজনের আবেদন চূড়ান্তভাবে নাকচ করা হয়েছে। সব মিলিয়ে ৩০ জনের মত আবেদনকারীর আবেদন প্রাথমিক যাচাই-বাছাইয়ে স্থগিত হয়েছে।’
জেলা বিএনপির আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন বললেন,‘যাদের আবেদন চূড়ান্তভাবে নাকচ হয়েছে। তাদের ফরমের টাকাও ফেরত দেওয়া হবে। বিএনপির কোন পর্যায়ের কমিটিতে তাদেরকে না রাখার সিদ্ধান্ত হয়েছে। অন্যগুলোর বিষয়ে আরও যাচাই-বাছাই হবে।’ 
তিনি বলেন,আমরা চাই বিএনপির দুঃসময়ের ত্যাগীরাই দলের চালিকাশক্তি হোক।

গেল বছরের ১৭ নভেম্বর সুনামগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটির প্রথম সভায় জেলার ১২ উপজেলা, চার পৌরসভা, ৮৮ ইউনিয়ন এবং সকল ওয়ার্ডের কমিটি বিলুপ্ত করা হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটায় জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। শনিবার সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে এই রুদ্ধদ্বার সভা হয়।
গেল চার নভেম্বর সুনামগঞ্জ জেলা বিএনপির সাত বছর আগের কমিটি বাতিল করে জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনকে আহ্বায়ক করে ৩২ সদস্য নতুন আহ্বায়ক কমিটি করে দেয় কেন্দ্রীয় বিএনপি।

৩১ ডিসেম্বর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি’র সদস্য ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হককে জেলা বিএনপির নয়া আহ্বায়ক কমিটিতে স্বাক্ষর ক্ষমতা প্রদান এবং আরও পাঁচজনকে আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে নতুনভাবে যুক্ত করা হয়েছে। কমিটিতে যুক্ত করা অন্য পাঁচ সদস্য হলেন, জেলা যুবদলের আহ্বায়ক, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল মুনসুর শওকত, বিএনপি নেতা ব্যারিস্টার মাহদিন চৌধুরী, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রদল নেত্রী অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন এবং জেলা বিএনপির সাবেক সদস্য অশোক তালুকদার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.