মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন
জলকন্যা সাহিত্য পরিষদের নিয়মিত প্রকাশনা জলকন্যা কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠান হয়।
জলকন্যা সাহিত্য পরিষদের সভাপতি কবি কোহিনূর বেগম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ পরিমল কান্তি দে। সভায় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলাম কে সম্মাননা দেওয়া হয়।
জলকন্যা সাহিত্য পরিষদের প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোকসানা ইয়াসমিন’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলাম, কবি ও গবেষক সুখেন্দু সেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, ইসলামগঞ্জ কলেজের অধ্যক্ষ নুরুজ আলী, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি রওনক আহমদ বখত, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদকব, সাংবাদিক-আইনজীবী খলিল রহমান।