মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
শাল্লা প্রতিনিধি::
সুনামগঞ্জের শাল্লায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শাল্লা উপজেলা কৃষকদলের আয়োজনে উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ মাহতাব উদ্দিন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন ও যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের যৌথ পরিচালনায় ৩১ জানুয়ারি শুক্রবার বিকাল তিনটায় কৃষকদলের আহ্বায়ক মোঃ মাহতাব উদ্দিনের সভাপতিত্বে ৪নং শাল্লা ইউনিয়নের সাতপাড়া সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে শাল্লায়ও অনুষ্ঠানটি পালন করা হয়েছে। এসময় সমাবেশে বক্তব্য প্রদান করেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ, যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন যুগ্ম আহ্বায়ক বেনু মিয়া জেলা বাউল দলের নেতা বাউল নিজাম উদ্দিন,আমিরুল ইসলাম,হবিগঞ্জ জেলা যুবদল নেতা অর্জিত বাবু,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন শিশু,যুবদল নেতা সাগর আহমেদ,সাবেক ছাত্রদল নেতা এইচ এম এরশাদ,যুবদল নেতা সফি মিয়া প্রমূখ।