মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন
জগন্নাথপুর সরকারি কলেজের ৯৩ এর বন্ধু যুক্তরাজ্য প্রবাসী মাছুম আহমেদ ও জুনেদ আহমেদ এর সম্মানে সংবর্ধনার আয়োজন করে ন্নাথপুর কলেজের ৯৩ ব্যাচের বন্ধুমহল। শনিবার দুপুর সাড়ে ১২ টায় জগন্নাথপুর পৌর শহরের সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয় হবিবপুরে এ সংবর্ধ না সভা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা সভাটি আড্ডাবাজদের আড্ডায় পরিনত হয়। ৩০ বছরেরও অধিক সময় অনেকের সাথে অনেকের যোগাযোগ না থাকলেও দেখা হওয়ার সাথেই মনে হয় প্রতি দিনই দেখা হয় এক জনের সাথে অন্য জনের। এসময় তারা ফিরে যায় সেই কলেজ জীবনে। গল্পে গল্পে আর পুরোনো দিনের স্মৃতিতে কাটে অনেকটা সময়। খোঁজ নেওয়া হয় পরিবার সন্তান সহ জীবন চলার পথের। আড্ডাবাজীর কারণে খেই হারায় সংবর্ধনা সভা। কোন নিয়মই যেন মানতে নারাজ তারা। কথা যেন শেষ হচ্ছে না কিন্তু সময়তো বসে থকাতে চায় না।
পরে সিলেট বারের এডভোকেট লিটন মিয়া ও আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ তাহিদ রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ৯৩ বন্ধুরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জগন্নাথপুর কলেজের ৯৩ ব্যাচের বন্ধুদের অতীত ঐতিহ্য ও সুনাম রয়েছে। সেই ঐতিহ্যকে লালন করে এগিয়ে যেতে হবে। এই ব্যাচের শিক্ষার্থীদের মাধ্যমে অসংখ্য জীবন মান উন্নয়নে কার্যক্রম পরিচালনা করছে। আগামীতেও ৯৩ ব্যাচের শিক্ষার্থীদের কার্যক্রম গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
নিজেদের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, জীবনে এরকম একটি আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে আয়োজককে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে। ৯৩ বন্ধুদের এ আয়োজন ধারাবাহিকভাবে করার জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানান সকলেই।
অনুষ্ঠানের শুরুতেই শব্দসিঁড়ি সাহিত্য সংগঠন এর সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান প্রচার সম্পাদক ও নলজুর নদীর বাঁকে গ্রন্থের লেখিকা, কবি, সাহিত্যিক মুহসিনা খাতুন রুমির লেখা বিভিন্ন কাব্যগ্রন্থ উপস্থিত সকল বন্ধুদের হাতে তুলে দেন।