মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে আজ রোববার বাউল সম্রাট শাহ আব্দুল করিমের স্মৃতি বিজরিত কালনী নদীর পাড়ে উজান ধলের মাঠে অনুষ্ঠিত হবে” হাওর উৎসব “। বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এই প্রথম হাওর পাড়ে বিশ্ব জলাভূমি দিবস পালিত হচ্ছে।
মরুকরণ প্রক্রিয়া ঠেকাতে সেটিমেন্ট ম্যানেজমেন্ট,প্রোটিনের চাহিদা মেটাতে মৎস্য উৎপাদন, সবুজায়ন এবং কার্বন এমিশন কমাতে বৃক্ষ রোপণ, সমাজে মানি ফ্লো তৈরিতে কমিউনিটি বেজড পর্যটন এ প্রতিপাদ্য নিয়ে হাওর সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানের আয়োজক হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আখতারুজ্জামান বলেন,বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে এবারই প্রথম সুনামগঞ্জের দিরাইর হাওর পাড়ে “হাওর সমাবেশের” আয়োজন করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির এ আয়োজনে হাওরপাড়ের সাতটি জেলার ১ হাজার দুইশত সমাজকর্মী, পরিবেশ কর্মী,সমাজ সেবক, সাংবাদিক, সরকারি কর্মচারী ও ছাত্র প্রতিনিধি অংশ গ্রহন করবেন। ইতিমধ্যে দুইশতজনের একটি সেচছা সেবী টিম গঠন করা হয়েছে। দিনব্যাপী এ অনুষ্ঠানে থাকবে আলোচনা, অডিও ভিডিও প্রদর্শনী,গম্ভিরা ও প্রীতি ফুটবল ম্যাচ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানি সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল করিম। হাওর টু্রিজম বিষয়ে উপস্থাপন করবেন বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের, বিশেষ অতিথি সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান। সভাপতিত্ব করবেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি আরও বলেন, হাওর সমাবেশ কেন্দ্র করে হাওরের সকল শ্রনি পেশার মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে, আমি তিন দিন যাবৎ দিরাই অবস্থান করছি, উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসনসহ এলাকার সকল শ্রেনিপেশার মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন আমাকে অনুপ্রানিত করেছে। সকাল ৮টা থেকে রেজিষ্ট্রেশন, সকাল ১০ টায় আলোচনা সভা, অডিও ভিডিও প্রদর্শনী,দুপুর ১২টায় মধ্যাহ্ন ভোজ,বেলা দেড়টায় গম্ভিরা,সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল ২টায় সিলেট বনাব ময়মনসিংহ বিভাগের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ, বিকেল ৪ টার গাছের চারা বিতরণ ও বিকেল ৫টায় অনুষ্ঠানের সমাপ্তি। বর্নাঢ্য এ হাওর সমাবেশ অনুষ্ঠান সফলে তিনি সবার সহযোগিতা কামনা করেন।