মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জয়নাল আবেদীন ডিগ্রী কলেজের অধ্যক্ষের দ্বায়িত্ব গ্রহন করলেন সহকারী অধ্যাপক মো: রুকন উদ্দিন। শনিবার তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর রুকন উদ্দিন
সাবেক অধ্যক্ষ ফণী ভূষণ সরকার এর নিকট হইতে দ্বায়িত্বভার গ্রহন করেন। এর আগে ২০ জানুয়ারী সোমবার বিকাল ৩ টায় কলেজের এডহক কমিটির এক জুরুরী সভায় সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফণী ভূষণ সরকার পারিবারিক অসুবিধার কারণে অধ্যক্ষ পদ থেকে অব্যহতি জানালে তদ্বস্থলে তাঁকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দ্বায়িত্ব প্রদান করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমের সভাপতিত্বে অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্টিত উক্ত এডহক সভায় কলেজের শিক্ষকমন্ডলীসহ কমিটির অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।
অধ্যাপক রুকন উদ্দিন একই উপজেলার পুরানঘাট গ্রামের হাজী আশ্রব আলীর পুত্র। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি শেষ করে ১৯৯৩ সালের ২০ আগষ্ট তাহিরপুর জয়নাল আবেদীন কলেজে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দান করেন। তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যপক রুকন উদ্দিন শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডের সহিতও জড়িত রয়েছেন।