মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
পাবেল আহমেদ, শাল্লা::
সুনামগঞ্জের শাল্লায় ওয়ার্ড পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দুর্যোগ সক্ষমতা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের প্রশিক্ষক নাহিদা আক্তারের পরিচালনায়,২নং হবিবপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার, সকাল সাড়ে এগারোটায় ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আওতায়,ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সদস্যদের নিয়ে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবল চন্দ্র দাস।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ইউপি সচিব সমীরণ সরকার,ইউপি সদস্য সামিজুল ইসলাম,সত্যব্রত সরকার দিজেন্দ্র ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের সদস্যরা। প্রশিক্ষণে বক্তারা বলেন দুর্যোগের ঝুঁকি কমাতে ও সক্ষমতা বৃদ্ধিতে প্রত্যান্ত অঞ্চল শাল্লা তথা বৃহত্তর সুনামগঞ্জে ব্র্যাকের অগ্রণী ভূমিকা রয়েছে। দুর্যোগ মোকাবেলা,প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধিতে ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন সময়ে নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে আসছে। বিভিন্ন দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থেকে ত্রাণ ও বিভিন্ন সহযোগী করে আসছে বলে জানান বক্তারা। বজ্যপাত ঠেকাতে হাওরাঞ্চলে হাওরের বিভিন্ন অংশে বজ্যপাত নিরোধক দন্ড সহ তাল গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে।