মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী আবুল হোসেন।
বৃহস্পতিবার দুপুরে জেলা পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে বোর্ড সদস্যদের ভোটে চতুর্থ বারের মতো সভাপতি নির্বাচিত হন তিনি।
আবুল হোসেন জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামের বাসিন্দা। তিনি সুনামগঞ্জ চেম্বারের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল হকের ছোটভাই।
নির্বাচন পরিচালনা করেন, পল্লী বিদ্যুৎ সমিতির উপ-পরিচালক (প্রশাসন) শাহাদাত হোসেন, সহকারী পরিচালক (প্রশাসন) সেলিনা আক্তার সুমী, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মিলন কুমার কুন্ডু, এজিএম সিরাজুল ইসলাম প্রমুখ।