মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
সামছুল ইসলাম সরদার::
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, বাউল সম্রাট শাহ আব্দুল করিম কে মানুষ ভালো বাসে বলেই হৃদয়ের টানে বি়ভিন্ন শ্রেনি পেশার মানুষ এখানে ছুটে এসেছেন, তাঁর গানের মুল কথাই হচ্ছে মানুষের কল্যাণ ও মুক্তি, তার স্মৃতি বিজরিত উজান ধলের মাঠে আজকের অনুষ্ঠানই প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয়।তিনি আমাদের জন্য যা সৃষ্টি করে গেছেন তার সৃষ্টিচর্চা আরও বাড়াতে হবে।সকল শ্রনি পেশার জনগন কে তার স্মৃতি ধরে রাখতে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামের মাঠে দুই দিনব্যাপী শাহ আব্দুল করিম লোক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহ আব্দুল করিম পরিষদ ও উজানধল গ্রামবাসি আয়োজনে ও মোবাইল সেবাদানকারী আর্থিক প্রতিষ্ঠান বিকাশ এর সহযোগিতায়, শাহ আব্দুল করিম পরিষদের সভাপতি করিম পুত্র গীতিকার শাহ নুর জালালের সভাপতিত্বেও দিপু মনি দাসের পরিচালনায় উৎসবে বক্তব্য দেন বিকাশের হেড অব ডিপার্টমেন্ট ( রেগুলেটরি এন্ড করপোরেট অ্যাফেয়ার ) মেজর জেনারেল মনিরুল ইসলাম, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সনজিব সরকার, দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক,তাড়ল ইউপি চেয়ারম্যান আলি আহমদ প্রমুখ৷ রাতভর মঞ্চে বাউল সম্রাটের জনপ্রিয় গান পরিবশন করেন তার শিষ্য বাউল রনেশ ঠাকুর, বাউল আব্দুর রহমান, বাউল অসিম রায় চৌধুরী, বাউলিয়ানা ফয়সাল , সিরাজ উদ্দিন, শারমিন আক্তার , শিপন আহমেদ, আব্দুল তোহায়েদ, শান্তাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাউল শিষ্যরা।
প্রসঙ্গত, চির কিংবদন্তি বাউলসম্রাটের স্নরণে ২০০৬ সাল থেকে এ উৎসবের আয়োজন করা হচ্ছে।