মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

শীর্ষ সংবাদ :
সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের সাথে কলেজ প্রশাসনের একাত্মতা ছাতকে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেফতার জামালগঞ্জে ওয়েভ গ্রুপ গঠন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনিদিষ্ট কালের জন্য শাটডাউন নির্বাচন না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে… মিজান চৌধুরী সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে সুজনের মানববন্ধন শান্তিগঞ্জ বাজারে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ও জনসংযোগ জেলা বিএনপির আহ্বায়ক মিলনের রোগ মুক্তি কামনায় দিরাইয়ে দোয়া মাহফিল শাল্লায় ইউপি সচিবের প্রোফাইলে শেখ মুজিবুরের ছবি!  ছাতকে নাসির বিড়ি ও মোটরসাইকেল সহদুই চোরাকারবারী আটক

উরস মাফহিল থেকে ফিরতে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ২

স্টাফ রিপোর্টার::

উরস মাফহিল থেকে সিএনজি যোগাযোগ বাড়ি ফিরতে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন- সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুর্লভপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে আলী নূর (৩৫) ও মৃত গোলাব হোসেনের ছেলে জমির হোসন (৩৩)। আহত হয়েছেন, একই গ্রামের আলী আকবর (৩০) আমীর আলী (৪০) ও জনি আহমদ (২২)। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কের আহসানমারা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইশবপুর সাহেববাড়ী উরস মাফহিল থেকে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের পাঁচ যুবক। সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জ আহসানমারা সেতু এলাকায় পৌঁছালে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজির চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই যুবককে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়।

নিহত জমির হোসেনের ভাই তারিফ আলী বলেন, ‘আমার ভাইসহ এলাকার পাঁচজন সিলেট বিশ্বনাথের ইসবপুর সাহেববাড়ি উরস থেকে বাড়ি ফিরছিলেন। আহসানমারা এলাকায় বেপরোয়া বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সবাই আহত হয়। হাসপাতালে নেওয়ার পর আমার ভাই আর আরেক প্রতিবেশী মারা গেছেন। আমরা ঘাতক বাসচালকের শাস্তি চাই।’

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ সরকার জানান, দুর্ঘটনার বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.