সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
উপজেলা উপজেলা যুবলীগের ১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি রঞ্জন কুমার রায়কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ২ টার দিকে সুনামগঞ্জের দিরাই পৌরসভার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে

পুলিশ সুত্রে জানা যায়, সুনামগঞ্জে ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়কে গ্রেফতার করা হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।


রঞ্জর রায় পর দুটি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে খুব কম ভোটের ব্যবধানে পরাজিত হন। তিনি ক্লিন ইমেজের নেতা হিসেবেই পরিচিত ছিলেন। সুরঞ্জিত সেনগুপ্তের আস্থাবাজন হিসেবে দীর্ঘ প্রায় ২৩ বছর ধরে তিনি উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। জয়া সেন গুপ্তার সাথে বিরোধের ফলে তিনি অন্য একটা বলয়ে থেকে আওয়ামী লীগের রাজনীতি করছেন।