মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুর বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়ন ৪নম্বর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে ও মো. সুহেল মিয়ান সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো. জাহাঙ্গীর হোসেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, হোসেন আলী, আইয়ুব আলী, নুর জালাল, শামছু মিয়া, সাজুল মিয়া, আবুল কাশেম, শাহিনুল ইসলাম, সাজুল করিম, আলমগীর হোসেন, ইকবাল হোসেন, শাহাব উদ্দিন শাবুল, মো মছলম আলী হোসেন আলী আলাদ মিয়া আজম আলী সাহিকুল মিয়া, মছিবুর আলী জামির জালাল ফারদুল মিয়া অলীম মিয়া বিলাল মিয়া জুয়েল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৭ বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সুনামগঞ্জের রাজপথ দখলের রেখেছেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। তার নেতৃত্বে আমরা তৃণমূলের কর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সুনামগঞ্জের রাজপথে ছিলাম। আমরা দলের কাছে আহ্বান জানাবো একজন কর্মীবান্ধব, দল প্রিয় মানুষ নুরুল ইসলাম নুরলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে আমরা তৃণমূলের কর্মীদের আশা পূরণ করা হবে।