মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন থানা ও যৌথ বাহিনীর সমন্বয়ে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” শুরু হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় (সোমবার) জেলার শাল্লা উপজেলায় অভিযান চালিয়ে শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কে গ্রেফতার করা হয়েছে। তারা দু’জনই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জের শাল্লায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, শাল্লা উপজেলার ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাত্তার মিয়া (৭৬), তিনি শাল্লা থানার কান্দিগাও গ্রামের বাসিন্দা, শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি, ৩নং বাহড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানচেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু (৫০), তিনি শাল্লা থানার ডুমরা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায় সারা দেশের ন্যায় অপারেশন ‘ডেভিল হান্টের আওতায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ১০ ফেব্রুয়ারী সোমবার সকাল সাড়ে এগারোটায় দুজনকেই শাল্লা সদরস্হ ঘুঙ্গিয়ারগাঁও বাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম জানান,অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।