মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্ট!
এআরএল এডুকেশন সেন্টার এর পক্ষ থেকে মঙ্গলবার উপশহরে যূক্তরাজ্য প্রবাসী হবিগঞ্জ-১ (নবিগঞ্জ-বাহুবল) আসনে গণ-অধিকার পরিষদ এর সম্ভাব্য এমপি প্রার্থী এম.পি পদপ্রার্থী, হবিগঞ্জ জেলা গণ-অধিকার পরিষদ এর সহ সভাপতি ও প্রবাসী অধিকার এর সদস্য গোলাম রব্বানীকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত অতিথির বক্তব্যে সদস্য গোলাম রব্বানী বলেন, বর্তমান বাংলাদেশ হবে অনেক আশা আখাংঙ্ক্ষার মানুষের মন জয় করে প্রকৃত সেবক সঠিক নিয়তে একটা ভালো রোডম্যাপ করে উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করা হবে । সেক্ষেত্রে একজন নেতা নয় সেবক হয়ে কাজ করতে পারলে জনগনের প্রকৃত প্রতিনিধিত্ব করা সম্ভব।
তিনি আর ও বলেন, মনোনয়ন পাওয়া বড় নয়, লেগে থাকতে হবে জনগণের কাছাকাছি এবং মানব সেবা ইবাদত সঠিক পরিকল্পনায় অবহেলিত জনপদের জন্য প্রবাসী অধ্যূষিত এড়িয়াকে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে।
সভায় সভাপতিত্বে করেন, বিশিষ্ট সমাজসেবক গোলাম মোস্তফা ও ম্যানেজিং ডিরেক্টর রাজিব মুরশেদ রাজুর পরিচালনায় সংবর্ধিত অতিথি, গোলাম রব্বানী ফুল দিয়ে বরণ করেন, আমন্রিত অতিথি কে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করেন!
এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর যূবদলের যূগ্ম সাধারণ সম্পাদক আহমেদ শিপন, আফজল খান পাপলু, শিমুল আহমেদ, শাহ শামিম আহমেদ অপু, লিটন আহমেদ, আরিফ আহমেদ (চেয়ারম্যান), মাহমুদুর রহমান চৌধুরী, শামছুল ইসলাম, মো:রিয়াজুল হক রাজু, ওলিউর রহমান মঞ্জিল, নোমান হুসাইন, যূক্তরাজ্য যূবদল নেতা মিনার খান, উপস্থিত ছিলেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সুনামগঞ্জ জেলা এর যূগ্ন সাধারণ সম্পাদক সিহাব নওশাদ আহমেদ, গফুর আহমেদ প্রমুখ।