মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি::
জাতীয় নিত্য প্রতিযোগিতায় স্নেহাস্মিতা বর্মণ সেরার -সেরা স্বর্ণপদক লাভ করেছে।ভোরের পাখি নিত্যকলা কেন্দ্রের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সংগঠন টি জাতীয় নিত্য প্রতিযোগিতা সেরার-সেরা স্বর্ণপদক এর আয়োজন করে।
দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী, দিরাই পৌরশহরের পুর্বদিরাই আবাসিক এলাকার বাসিন্দা চিকিৎসক সন্তোষ বর্মণও শিক্ষিকা মনোমিতা বর্মণের বড় মেয়ে স্নেহাস্মিতা বাংলাদেশ জাতীয় শিশু প্রতিযোগিতায় নিত্যে সুনামগঞ্জ জেলায় প্রথম এবং সিলেট বিভাগে তৃতীয় স্থান লাভ করে।
স্নেহাস্মিতা বলেন,লেখা পড়ার পাশাপাশি আমি ছোট বেলা থেকেই নিত্যের চর্চা করি, “মা” আমার প্রথম শিক্ষক, তাঁর কাছ থেকে উৎসাহ পেয়ে নিত্য চর্চায় মনোনিবেশ করি।তার এ সফলতার জন্য মায়ের এবং নিত্য শিক্ষকদের অবদান অকপটে স্বীকার করেন তিনি। স্নেহাস্মিতার মা স্কুল শিক্ষিকা মনোমিতা বর্মণ বলেন, লেখা পড়ায় মনযোগী মেধাবী স্নেহাস্মিতার নিত্য সঙ্গিতের প্রতি আগ্রহ দেখে আমি অনুপ্রানিত হই, প্রথমে আমি তাকে নিত্যের প্রশিক্ষণ দেই, জীবনের প্রথম প্রতিযোগিতায় উপজেলার সেরা পুরস্কার লাভ করলে আমার উৎসাহ আরও বেড়ে যায়, তার জন্য সঙ্গীত শিক্ষক রেখে দেই, আজ জাতীয় পর্যায়ে সারা দেশের হাজারো মেধাবীদের পিছনে ফেলে হাওর পাড়ে জন্ম নেওয়া আমার মেয়ের জাতীয় পর্যায়ে সেরার -সেরা স্বর্ণপদক লাভ সত্যই আমাকে ও আমার পরিবার ও হাওর বাসী কে গৌরবান্বিত করেছে। তিনি মেয়ের সফলতার বিজয় রথ অব্যাহত থাকতে সবার আশির্বাদ কামনা করেন।