মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী কল্যাণ সমিতির অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালের নীচ তলার একটি কক্ষে রোগী কল্যাণ সমিতির অফিস উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসীন, ডাক্তার সাইদুর রহমানসহ হাসপাতালে চিকিৎসক, ষ্টাফ নার্সবৃন্দ উপস্থিত ছিলেন। হাসপাতালে ভর্তি দুঃস্থ ও অসহায় রোগীদের বিনামুল্যে ঔষধ প্রদানের জন্য সমাজ সেবা কার্যালয় থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। এদিকে সমাজ সেবা অফিসের পক্ষ থেকে হাসপাতালে ৩জন প্রতিবন্ধীদের হাতে সুবর্ণ নাগরিক কার্ড আনুষ্ঠানিক ভাবে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।