মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সকল স্তরে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বানে জামালগঞ্জে সম্প্রীতি সমাবেশ করেছে জামালগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ। বুধবার বিকালে জামালগঞ্জ উপজেলার বিনাজুড়া ও ভাটিদৌলতপুর করচবাগানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিনাজুড়া, ভাটি দৌলতপুর ও রসুলপুর গ্রামের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
বিনাজুড়া গ্রামের অখিল পুরকায়স্থর সভাপতিত্বে ও জামালগঞ্জ পিএফজির সদস্য সাংবাদিক অঞ্জন পুরকায়স্থর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখে দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।
সভায় ড্রধান অতিথির বক্তব্য রাখেন সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ সুনামগঞ্জ জেলা কমিটির প্রধান উপদেষ্টা জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান নূরুল হক আফিন্দী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালগঞ্জ পিএফজির এ্যাম্বাসেডর ভীমখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াম্যান আব্দুল মান্নান তালুকদার।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন জহিরুল ইসলাম, গীতা পাঠ করেন রতন ভট্টাচার্য্য।
ইসলাম ধর্মীয় নেতাদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা আবদাল হোসেন, হিন্দু ধর্মীয় তোদের পক্ষে বক্তব্য রাখেন রানু চক্রবর্তী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিএফজির সদস্য সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা, পিএফজির সদস্য সাবেক ইউপি সদস্য খালেদা আক্তার, রণধীর তালুকদার, দ্বীনবন্ধু তালুকদার, হিমাংশু তালুকদার, নিরদ সরকার, অনিল পুরকায়স্থ, সাংবাদিক সাইফ উল্লাহ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, এমন আয়োজন আমাদের এলাকার জন্য নতুন। এ সব কাজ সমাজে শান্তি বজায় রাখতে সহায়ক গবে। এক মঞ্চে যখন ঠাকুর এবং ঈমাম বক্তব্য রাখবেন তখন ধর্ম নিয়ে মানুষ বাড়াবাড়ি করবে না। জামালগঞ্জ পিএফচি উপজেলার সকল ইউনিয়নে যেন এমন আয়োজন করে।