মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি:
দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ ফোর্ব প্রকল্পের উদ্যোগে দিরাইয়ে সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণদের ভাবনা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে দিরাই জালাল সিটি কনফারেন্স সেন্টার এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়খ কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর।
বক্তারা বলেণ, সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল এই দেশের সব মানুষের সমান অধিকার, সমান মর্যাদা নিশ্চিত করা। আমরা চাই ধর্ম বা অন্য কোনো কারণে কোনো মানুষ বৈষম্যের শিকার হবে না। কিস্তু স্বাধীনতার ৫৪ বছর পর ও আমরা তা পাইনি। ২৪ সালে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে তরুণরা আবরো প্রমান করলো সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকাই অগ্রগণ্য।
অন্যান্যনের মধ্যে বক্তব্য রাখেন, যুবদল নেতা জুয়েল আহমদ, ডিএসএস এর পরিচালক শাহজাহান সিরাজ, ছাত্রনেতা তানভীর চৌধুরী, আরশাদ উদ্দিন, নাজিয়া সরদার, লিপিকা বিশ্বাস, ফাহমিদা শারমিন, প্রমূখ।