মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
দিরাই ইয়থ পিস এ্যাম্বাসেডর গ্রুপ’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় ত্রৈমাসিক সভা বৃহস্বাপতিবার সকালে জালাল সিটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। ওয়াই পিএজির সমন্বয়কারী তানভীর চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী লিপিকা বিশ্বাস এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদ্য দিরাই পিএফজির পিস এ্যাম্বাসেডর আব্দুর রশিদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, দিরাই পিএফজির সমন্বয়কারী সামছূল ইসলাম সরদার খেজুর, পিএফজি সদস্য জুয়েল আহমদ, শাহজাহান সিরাজ। স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। সভায় সর্ব্ব সম্মতিক্রমে দিরাইয়ে রাজনৈতিক সম্প্রীতি নিয়ে আগামী ছয় মাস কাজ করার সিদ্ধান্ত নেয় দিরাই ওয়াইপিএজি।
সভায় জানানো হয়, একটি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে কাজ করছি আমরা। দিরাইয়ে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার লক্ষে আগামী ছয় মাসের একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। উপজেলার দিরাই পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডে এ প্রকল্প বাস্তবায়িত হবে। এ সময় রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময়, ছাত্রনেতারে সাথে পাঠচক্র সহ বিভিন্ন কার্য কমে বাস্আথবায়ন করা হবে। সবশেষে একটি সেমিনার আয়োজন করে ছয় মাসের কাযক্রমের ফলাফল তুলে ধরা হবে।
সভায় বক্তব্য রাখেন, ইয়থ পিন এম্বাসেডর গ্রুপের সদস্য আশরাফ উদ্দিন, নাজিয়া সরদার, ইউসুফ খান, রিয়াজুল ইসলাম, তপু দাস, সৌরভ মিয়া, বাবলী, ফাহমিদা শারমিন, সুবর্না আক্তার ইমা প্রমূখ।