মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি::
দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হোসাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার অভিজিৎ সূত্রধর। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফারুক সরদার, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা সরদার রুমি।
বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সজিব রশিদ চৌধুরী, সাংবাদিক সৈদুর রহমান তালুকদার সহ শিক্ষক, অভিভাবক বৃন্দ। সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।