মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি::
মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন), ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ (মানবজমিন), অর্থ সম্পাদক আব্দুস সালাম (ইনকিলাব), সদস্য জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল), আশিক আলী (যুগান্তর), নবীন সোহেল (কালবেলা), সালেহ আহমদ সাকী (শ্যামল সিলেট), রুহেল উদ্দিন (গনমুক্তি), মিছবাহ উদ্দিন (আমার সংবাদ), বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ)। এর আগে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে বিশ্বনাথ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, বিশ্বনাথ সাংবদিক ইউনিয়ন, দেওকলস ইউনিয়ন পরিষদ ও পরে সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।