মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

শীর্ষ সংবাদ :
সংবাদ সম্মেলনে যুবদল নেতা যুবলীগ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ছাত্র-জনতার উপর হামলা মামলায় বিশ্বম্ভরপুর আ.লীগের সভাপতি সহ ৫ জন কারাগারে অসমর্থ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে… জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান শাল্লায় বজ্রাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু সুনামগঞ্জে ট্রাফিক এর ভূমিকায় ইয়ূথ পিস এম্বাসেডররা দিরাইয়ে বড় ভাইকে না পেয়ে ছোট ভাইকে খুন দিরাইয়ে রাতের আঁধারে ধানের মুটে আগুন  সুনামগঞ্জ সদর ওয়েভ গ্রুপ গঠন শান্তিগঞ্জে মামলার আসামী নিষিদ্ধ ছাত্র সংগঠনের নেতাদের গ্রেপ্তারের না করায় জনমনে উদ্বেগ ছাত্রীদের দাবি আওয়ামী লীগের মন্ত্রীর বাড়ীতে নিরাপত্তায় আছি

যারা ছাত্র-জনতাকে হত্যা করেছে তারা গণমানুষের শত্রু… সিলেট বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার::

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, পশ্চিম পাকিস্তানিরা ৭০ সালের নির্বাচনে ক্ষমতা হস্তান্তর না করে চাপিয়ে দিল যুদ্ধ। সে যুদ্ধে তারা অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করেছে। ক্ষমতা চিরস্থায়ী করার বাসনায় একই কায়দায় যারা ছাত্র-জনতাকে হত্যা করেছে তাদের ভাষা সংস্কৃতি এক হলেও তারা গণমানুষের শত্রু। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষ্যে সিলেটে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহ, অতিরিক্ত ডিআইজি (এডমিন এন্ড ফিন্যান্স) মো. আজিজুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

ভাষা শহিদ সালাম, বরকত, রফিক, জব্বারকে স্মরণ করে বিভাগীয় কমিশনার বলেন, এদেশের জন্ম ভাষা, সংস্কৃতি ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের মধ্য দিয়ে। আজ পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে ছাত্র-জনতার আন্দোলন, ৬২-এর ছাত্র আন্দোলন অথবা ছয় দফা থেকে শুরু করে ৬৯- এর আন্দোলন, সব কিছুতেই ভাষা-সংস্কৃতি ও বেঁচে থাকার অধিকার জড়িয়ে ছিল।

বাংলাদেশ প্রতিষ্ঠার একটি রক্তাক্ত অধ্যায় রয়েছে। এ রক্ত বিশুদ্ধ, এ আন্দোলন বিশুদ্ধ, মানচিত্র বিশুদ্ধ, পতাকা বিশুদ্ধ এবং এ জাতিও বিশুদ্ধ মন্তব্য করে খান মো. রেজা-উন-নবী আরো বলেন, আন্দোলন-সংগ্রাম ও রক্তপাতের মাধ্যমে অর্জিত দেশে আমরা এখনো ঐক্যবদ্ধ হতে পারিনি। এ ব্যর্থতা পুরোপুরি নেতৃত্বের। তিনি আরো বলেন, বাইরের কেউ না থাকলেও একইভাবে এখনো রাজপথে রক্ত দিতে হচ্ছে। ‌ ছাত্র-জনতাকে হত্যা করছে একই পাকিস্তানি-ব্রিটিশ কায়দায় নির্মমভাবে। আর কতদিন এরকম অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে যাবে দেশ বলে বিস্ময় প্রকাশ করেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

পরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষ্যে সিলেটে জেলা প্রশাসন, শিশু ও শিল্পকলা একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.