মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
শাল্লা প্রতিনিধি::
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় বেঞ্চ দিয়ে শহীদ মিনার তৈরি করে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপজেলার ১নং আটগাঁও ইউনিয়নের অন্তগত মামুদনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
জানা যায়, ওই বিদ্যালয়টি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কোন শহীদ মিনার তৈরি করা হয়নি বা তৈরির কোন উদ্যােগও নেওয়া হয়নি। আন্তর্জাতিক ভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার না থাকায় এই আয়োজন বেচে নিয়েছেন তারা।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। কিন্তু বিদ্যালয়ে নেই কোনো স্থায়ী শহীদ মিনার। তাই তো বিদ্যায়লের বেঞ্চ দিয়েই অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে প্রাণের শহীদ মিনার। শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে সেই শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। স্থায়ী শহীদ মিনার না থাকলেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এই আয়োজনে শ্রদ্ধা, ভালোবাসা, উৎসাহ, উদ্দীপনার কোনো কিছুর অভাব ছিল না।
মামুদনগর গ্রামের সুহেল মিয়া বলেন, আমাদের স্কুলে শহীদ মিনার নেই এটা খুবই দুঃখজনক আজ পর্যন্ত ওই বিদ্যালয়ে একটি শহীদ মিনার তৈরি করার জন্য কেউ কোন উদ্যােগ নেননি। আমাদের স্কুলে একটি শহীদ মিনার হলে খুবই ভাল হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনমথ কান্তি চৌধুরীর সাথে কথা হলে তিনি জানান, বিদ্যালয়টি ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই আজ অব্দি একটি শহীদ মিনার নির্মাণ করা হয়নি। আমি এই স্কুলে ৪-৫ বছর যাবত প্রধান শিক্ষকের দায়িত্বে আছি। এতদিন ধরে অনেকেই এই স্কুলের সভাপতি ছিলেন কিন্তু আমাদের স্কুলে একটি শহীদ মিনার তৈরি করতে তারা ব্যর্থ। স্কুলে শহীদ মিনার নির্মাণ করার কথা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তিনি একটি আবেদন করেছেন বলে জানান।
এবিষয়ে মামুদনগর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।