মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে “অপারেশন ডেভিল হান্ট” পরিচালিত হচ্ছে। জেলার বিভিন্ন থানার যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে শুক্রবার বিভিন্ন স্থান থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, শাল্লা উপজেলা ছাত্রলীগের সদস্য রফিকুল ইসলাম রকি (২৩) – শাল্লা থানাধীন সুলতানপুর গ্রামের বাসিন্দা, ছাতক সদর ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদ আহমদ টিটু (৪৭) – ছাতক থানাধীন মধুকুনি (বকিরপার) গ্রামের বাসিন্দা, তাহিরপুর উপজেলা শ্রমীকলীগের যুগ্ম আহ্বায়ক মতিন মিয়া (৫৭) – তাহিরপুর থানাধীন মধ্য তাহিরপুর গ্রামের বাসিন্দা, চোরাচালান কারবারি আমিনুল ইসলাম (২২) – দোয়ারাবাজার থানাধীন পুরান বাঁশতলা গ্রামের বাসিন্দা, চোরাচালান কারবারি শফিকুল ইসলাম সাদ্দাম (১৯) – দোয়ারাবাজার থানাধীন দলেরগাঁও গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।