মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
শাল্লা প্রতিনিধি::
সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ শিশির মনির বলেছেন আমাদের এলাকার ছেলেমেয়েরা পড়াশোনা করবে। দেশ ছেড়ে বিদেশে যাবে। আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করবে। আমরা যখন এসব দেখবো তাতেই আমাদের প্রশান্তি। ছেলেমেয়েরা যদি ভাল কিছু করে তাহলে সবচেয়ে বেশি খুশি হয় বাবা-মা,খারাপ কিছু করলেও বেশি কষ্ট পায় বাব-মা। একজন ছেলে যদি ড্রাগে আসক্ত হয়ে পড়ে সেটার অনূভুতি কি বাবা-মা ছাড়া কেউ বুঝবে না। পড়াশোনা করে ছেলেমেয়েরা যদি ভাল কছু করে বাবা-মা দরিদ্র হলেও তাদের মনে যে কি প্রশান্তি আসে তা আর বলার বাহুল্য রাখে না। তাই আমরা চাই তোমরা জীবনে অনেক বড় হও। আমরা কখনো চাই না তোমরা খারাপ কাজ ও অশ্লীলতা ও ড্রাগের সাথে জড়িত হও। তিনি বলেন আমরা কখনো চাই না তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেও। আমরা চাই না তোমরা এমন কোন কাজ করো যাতে সমাজে বিশৃংখলা তৈরি হয়। আমরা চাই তোমাদেরকে নিয়ে একসাথে নতুন বাংলাদেশ বিনির্মানে ভাল চরিত্র গঠন করতে হবে। দেখিন দুর্নীতির কথা যদি বলি সবচাইতে বেশি দুর্নীতিবাজ শিক্ষিত লোকেরাই। কিন্তু সেটা হওয়ার কথা ছিল না। আমাদের শাল্লার প্রশাসন,পুলিশ,জেলা প্রশাসন যদি মনে করে এই এলাকায় মাদক ও দুর্নীতিমুক্ত করবে তাহলে এটা তাদের পক্ষে সম্ভব। কারন তারা শিক্ষিত জনবল, তারা প্রশাসন চালায়,মানুষ কোন অপরাধ,অন্যায় ও কারো উপর নির্যাতন করবে না এটা পুলিশ ও প্রশাসন শেখায়। সমাজ ও দেশে এই শিক্ষাই গড়ে তোলা দরকার। ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে তিনি বলেন আমরা তোমাদের কাছে কোনকিছু চাই না বা চাওয়ার নেইও তবে আমরা একটা জিনিস চাই পৃথিবীর বুকে তোমরা মাথা উঁচু করে দাঁড়াও যাতে আমরা বলতে পারি এই ছেলেটার বাড়ি শাল্লা। তিনি আরও বলেন এই চাওয়ারাতে যে কত প্রশান্তি তোমরা নিজেরা বাবা-মা না হলে তা বুঝতে পারবে না। আমরা চাই যেকোনো ধরনের অন্যায় ও লোভ ললসা থেকে তোমরা বিরত থাকো। একজন ডিসি চাইলেই নিয়মবহির্ভূত ভাবে কোটি কোটি টাকার মালিক হতে পারে। একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা চাইলেই বহু মানুষের অধিকার হরণ করতে পারে, অফিসার ইনচার্জ চাইলেই অনেক অন্যায় ও নিপীড়ন চালাতে পারে। আবার তারা চাইলে সততার দৃষ্টান্তও স্থাপন করতে পারে। জেলা প্রশাসক,পুলিশ সুপার ও ওসি সাহেব চাইলে এই শাল্লার জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের আয়োজনে শিশির মনির মেধা বৃত্তি’র উদ্ভোদনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। শাল্লা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস শহীদর সভাপতিত্বে ও যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চম্পা তালুকদার ও গণমাধ্যমকর্মী আমির মাহবুবের যৌথ সঞ্চালনায় ২২ ফেব্রুয়ারী শনিবার বেলা এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান বক্তার বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সচিব জমসেদ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা সঞ্চিত কুমার চন্দ্র, সিনিয়র আইনজীবী এড.শামসুদ্দিন, এডভোকেট হেলাল উদ্দিন, দিরাই শাল্লা উন্নয়ন ফোরামের উপদেষ্টা ও শাল্লা উপজেলা জামায়াত ইসলামের আমীর নূরে আলম সিদ্দিকি,ইবনে সিনা হাসপাতাল সিলেটের ইনচার্জ রেজাউল ইসলাম, প্রফেসর দ্বীন মোহাম্মদ দিপু ও এলাকার স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এদিকে বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষ করে দশজন প্রতিবন্ধীদের মধ্যে ১০টি হুইল চেয়ারও বিতরণ করেছেন শিশির মনির।