মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ কর্তৃক গঠিত সুনামগঞ্জ পিএডিএন এর প্রধান উপদেষ্টা নূরুল হক আফিন্দী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরিচালনা পরিষদ সদস্য মনোনীত হওয়ায় সুনামগঞ্জ সদর পিএফজির উদ্যোগে চা চক্র অনুষ্ঠান ও সংবর্ধনা প্রদান করা হয়। রোববার সন্ধ্যায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পিএফজির পিস এ্যাম্বাসেডর প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম এর সভাপতিত্বে ও সমন্বয়কারী ফজলূল করিম সাঈদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। সভার শুরুতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরিচালনা পরিষদ সদস্য নূরুল হক আফিন্দীকে ফুল দিয়ে বরণ করা হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থি ছিলেন, হাওর বাঁচাও আন্দোলন নেত্রকোনার জেলা কমিটির উপদেষ্টা ও গোবিন্দ্রশ্রী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মাইদুল ইসলাম মামুন, সুনামগঞ্জ পরিবেশ আন্দোলনের সভাপতি আবু নোসের, সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সুনামগঞ্জ পিএডিএন এর প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরিচালনা পরিষদ সদস্য নূরুল হক আফিন্দী বলেন, আমি আপনাদের মানুষ, আমি হাওরের মানুষ আপনাদের সহযোগিতায় আ জা আমি এখানে পৌছেছি। এর কৃতিত্ব সকল পিএফজি সদস্য ও আমার কিছু প্রিয়জনের। আমি কৃতজ্ঞাতা জানাই কমিটির সভাপতি মহোদয়কে। আপনাদের সার্বিক সহযোগিতায় আমি হাওরাঞ্চলের সমস্যা কমিটির সামনে উপস্থাপন করবো এবং সমাধানের চেষ্টা করবো। আগামী ২৭-২৮ তারিখ আমি হাওরের বাঁধ পরিদর্শণে যাবো আশা করি সাংবাদিক বন্ধুরা আমার সফর সঙ্গী হবেন। আমরা সকলে মিলে ফসল রক্ষার কাজ করতে চাই।
সভায় বক্তব্য রাখেন, পিএফজির নারী এ্যাম্বাসেডর শাহীনা চৌধুরী রুবী, জেলা জাসদের সাধারণ সম্পাদক সালেহিন চৌধুরী শুভ, এবি পার্টির জেলা আহ্বায়ক জসীম উদ্দিন, জেলা সুজনের সাংগঠনিক সম্পাদক নূরুল হাসান আতাহের, বাংলা ভিশন ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ, সিএনআরএস এর সাইফুল চৌধুরী, পিএফজি সদস্য মশিউর রহমান রাসেল, সামিনা চৌধুরী মনি, মাওলানা ফয়জুন্নুন ফয়েজ, প্রতিমা রানী দাশ, তৃষ্ণা আক্তার রোশনা, কর্ণ বাবু দাস প্রমূখ।
বক্তারা বলেন, আপনার মাধ্যমে আমরা হাওরাঞ্চলের সকল নদী খননের দাবি আদায় করতে চাই। আমরা আশা করি আপনি কমিটির কাছে হাওর বিষয়ক মন্ত্রনালয়ের বিষয় উপস্থাপন করবেন এবং এর সুফল বর্ণনা করবেন।