মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
আজ হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরুর মৃত্যু বার্ষিকী।
২০১৭ সালে সুনামগঞ্জে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির কারণে শতভাগ ফসলহানি হওয়ায় প্রতিবাদী সংগঠন হিসেবে গড়ে উঠে ‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’। তিনি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করে গেছেন। সংগঠনটি সুনামগঞ্জ কেন্দ্রীয় কাজ শুরু করলেও তাঁর নেতৃত্বে হাওরাঞ্চলের ৭টি জেলায় হাওর বাঁচাও আন্দোলন নামে কার্যক্রম শুরু করে। তিনি এ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।
প্রয়াত বজলুল মজিদ চৌধুরী খসরু’র চতুর্থ মৃত্যৃবার্ষিকীতে আজ সোমবার ‘হাওর বাঁচাও আন্দোলন’ এর আয়োজনে সন্ধ্যা সাড়ে ৬ টায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়েছে। এতে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় নেতুবুন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।