মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
শাল্লা প্রতিনিধি::-
দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শাল্লা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তাহির রায়হান চৌধুরী পাভেল গ্রুপের মো: সিরাজুল ইসলাম সিরাজকে আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাছির চৌধুরী গ্রুপের মোঃ আব্দুল আওয়ালকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। ২৪ ফেব্রুয়ারী সোমবার রাত এগারোটায় জেলা বিএনপির আহ্বায়ক কলিমউদ্দীন আহমদ মিলন ও (স্বাক্ষর) ক্ষমতাপ্রাপ্ত সদস্য এড. আব্দুল হকের স্বাক্ষরিত দলীয় প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন,বাবু নিত্যান্দ দাস ও আব্দুল করিম।
এদিকে কমিটি ঘোষণার পর পরই নব-ঘোষিত কমিটির সবাইকে উপজেলা বিএনপি অঙ্গ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন মহলের লোকজন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। স্থানীয় বিএনপির কয়েকজন নেতৃবৃন্দ জানান,দলের অনেক পুরনো ও ত্যাগী নেতৃবৃন্দকে নবগঠিত কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এতে জেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন তারা। উল্লেখ্য নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, নবগঠিত কমিটিতে আরো অনেকেই স্থান পেতে পারে।