মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার ত্রি বার্ষিক কাউন্সিল অধিবেশন আজ সোমবার শহরের প্রেসক্লাব মিলনায়তনে সম্পন্ন হয়েছে। কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।
এতে গোপন ব্যালেটের মাধ্যমে আগামি ৩বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ। সাধারণ সম্পাদক হিসেবে ৩য় বারের মতো নির্বাচিত হয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী। সাংগঠনিক সম্পাদক হিসেবে ২য় বারের মতো নির্বাচিত হয়েছেন মাওলানা রফিক আহমদ উলাশনগরী।
বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজের সভাপতিত্বে অধিবেশনে ত্রি বার্ষিক রিপোর্ট পেশ করেন বিদায়ী সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী। সাংগঠনবক রিপোর্ট পেশ করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, আর্থিক রিপোর্ট পেশ করেন অর্থ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক। এছাড়া ১২টি উপজেলার প্রতিনিধিগণ স্ব স্ব উপজেলার সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন।
অধিবেশনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা শায়খ আব্দুল বছির, মাওলানা বশির আহমদ ও মাওলানা শামসুল ইসলাম প্রমুখ।