মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ
ছাতকে জাতীয়’স্থানীয় সরকার দিবস’২০২৫ পালন উপলক্ষে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান,র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি সকালে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের অধিনে থাকা কর্মীরা পরিষদ মাঠ ও আশ-পাশ এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন করেছে। দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তরিকুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বর এলাকায় এক র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো,তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মো.রফিকুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার সাইদুর রহমান,পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংবাদিক সাকির আমিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, এসএই সঞ্জয় সিংহ, নুরুজ্জামান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ছাতকের উপসহকারী প্রকৌশলী, জহিরুল ইসলাম, সুর্যের হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী অনুপম দাস,ভেটেরিনারি ফিল্ড এসিষ্ট্যান্ট মো.শাহরিয়ার,উপ প্রশাসনিক কর্মকর্তা জয়দেব চন্দ্র দেবনাথ,সাংবাদিক মীর আমান,উপজেলা হিসাব সহকারী চয়ন চন্দ্র,উপজেলা পরিষদের সিএ জিতেন বর্মন,বিশ্বজিৎ আচার্য্য,জাহান আলম,সুব্রত তালুকদার,এ কে এম নুর-এ-আলম,অপু চক্রবর্তী,রিয়েল দেবনাথ,তপন চন্দ্র দাশ প্রমুখ।