মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি::
কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দিনভর সভা শেষে সন্ধ্যায় ঘোষণা হলো ১৬ ইউনিট কমিটি। পরে কেবল আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের নাম গণমাধ্যমসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
ঘোষিত ইউনিট কমিটিগুলোর জামালগঞ্জ উপজেলা দায়িত্বপ্রাপ্তরা হলেন, আহ্বায়ক শফিকুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, আজিজুর রহমান, আজাদ হোসেন বাবলু ও মাসুম মাহমুদ তালুকদার।
জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলন ও জেলা বিএনপির আহ্বায়খ কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য এ্যাডভোকেট আব্দুল হক স্বাক্ষতির কমিটি থেকে এ তথ্য পাওয়া যায়।