মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন

শীর্ষ সংবাদ :
সংবাদ সম্মেলনে যুবদল নেতা যুবলীগ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ছাত্র-জনতার উপর হামলা মামলায় বিশ্বম্ভরপুর আ.লীগের সভাপতি সহ ৫ জন কারাগারে অসমর্থ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে… জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান শাল্লায় বজ্রাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু সুনামগঞ্জে ট্রাফিক এর ভূমিকায় ইয়ূথ পিস এম্বাসেডররা দিরাইয়ে বড় ভাইকে না পেয়ে ছোট ভাইকে খুন দিরাইয়ে রাতের আঁধারে ধানের মুটে আগুন  সুনামগঞ্জ সদর ওয়েভ গ্রুপ গঠন শান্তিগঞ্জে মামলার আসামী নিষিদ্ধ ছাত্র সংগঠনের নেতাদের গ্রেপ্তারের না করায় জনমনে উদ্বেগ ছাত্রীদের দাবি আওয়ামী লীগের মন্ত্রীর বাড়ীতে নিরাপত্তায় আছি

দিরাই পিএফজির উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

দিরাই পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজির উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে দি হাঙ্গার প্রজেক্টে’র এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রদায়ের লোকজনের অংশগ্রহণে শান্তি-সম্প্রীতির দিরাই গড়তে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে ১১দফা ঘোষণা করা হয়।

দিরাই পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর এ্যাম্বাসেডর আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সমন্বয়কানী সামছুল ইসলাম খেজুরের সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি অভিজিৎ সুত্রধর, বিশেষ অতিথি দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ বিলাল আহমদ, গীতা পাঠ করেন শ্যামানন্দ চক্রবর্তী। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর কুদরত পাশা।

 উক্ত সংলাপে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. ইফতেখার হোসেন, উপজেলা প্রাণী সম্পাদ কমকর্তা ডা. এফ.এম. বাবরা হ্যামলিন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিক ইসলাম চৌধুরী।

উক্ত সংলাপে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত তথ্য সেবা কর্মকর্তা সোমা রানী দাস, উপজেলা সহকারী প্রকৌশলী উজ্জল খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক লক্ষী রানী তালুকদার, ব্র্যাকের এরিয়া ম্যানেজার নিপেশ কান্ত দেব, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ সরদার, শিক্ষক নীলা রায়, রুবেনা আক্তার, মো. সাজ্জাদ আলী, নিলিমা রায়, রুবেনা আক্তার, পিএফজি সদস্য সৈদুর রহমান তালুকদার, জুয়েল আহমদ, মহসিনা খাতুন রুমি, হাফছা বেগম, মজিদা খাতুন, আলী আহমদ খান, জাকেরিন আহমদ, মাওলানা আব্দুর রউপ, সাদিকুর রহমান সরদার, মাওলানা আনোয়ার, মাওলানা মনজুর আলম, হাফিজ আব্দুল অদুদ চৌধুরী, মাওলানা ইকবার, মাওলানা এনামুল হক, শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গের সাধারণ সম্পাদক হিরনময় বর্ম্মন, শ্রী শ্রী কালি মন্দির দিরাই এর কোষাধ্যক্ষ অপু চৌধুরী, পুরোহিত নিরঞ্জন আচার্য, সুকেশ চক্রবর্তী, সিন্টু আচার্য্য, বিন্দু আচার্য্য, ইয়থের তানভীর চৌধুরী, মোছা. আলরিনাদ, ফাহমিদা শারমিন, নাদিম হাসান, আবু ইউসুফ খান, রিয়াজুল ইসলাম, মাহফুজ সরদার, সৌরভ মিয়া, আশরাফ উদ্দিন, লিপিকা বিশ্বাস, বাবলী, নাজিয়া সরদার প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে দিরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি অভিজিৎ সুত্রধর বলেন, আমার জানামতে সকল ধর্মেই শান্তির কথা বলা আছে। ধর্মের রীতিনীতি মেনে চলছে অশান্তির কোন কারণ নেই। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, মনে হচ্ছে একটি ভাল কাজ আপনারা করছেন আশা করি আপনাদের মাধ্যমে দিরাইয়ে শান্তি-সম্প্রীতি বজায় থাকবে। আমাদের সবার মনে রাখতে হবে যে কেউ স্বাধীন ভাবে সে তার ধর্ম পালন করতে পারবে কারণ রাষ্ট্র তাকে এ সুযোগ দিয়েছে। তিনি কার্যক্রমের সুফল কামনা করে এমন একটি ভাল উদ্যোগের জন্য সবাইকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, দিরাই উপজেলায় শান্তি থাকার জন্য পুলিশ সব সময় কাজ করছে। সমাজে যে কোন আইন বিরোধী কাচ কেউ করলে তাদের অবগত করারর জন্য তিনি অনুরোধ জানান। এমন একটি ভাল কাজের জন্য তিনি পিএফজির সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

সভায় দি হাঙ্গার প্রজেক্ট এবং পিএফজি কার্যক্রমের প্রয়োজনীয়তা ও এযাবৎকালে পরিচালিত কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। ধর্মীয়, জাতিগত এবং রাজনৈতিক সংঘাত-সহিংসতা পরিহার করে একটি শন্তি ও সম্প্রীতির দিরাই গড়তে সকলের দায়িত্বশীল ভুমিকা কামনা করেন।

ধর্মীয় নেতারা বলেন, নিজ নিজ ধর্মীয় বিধান থেকে সম্প্রীতি’র বাণী সকলের কাছে পৌছে দিতে হবে।

অংশগ্রহণকারীগণ শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে নিজদের মতামত তুলে ধরেন। এসময় শান্তি-সম্প্র্রীতির দিরাই গড়তে ১১ দফা সম্বলিত ঘোষণাপত্র পাঠ সংহিতি প্রকাশ এবং স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.