মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
শাল্লা প্রতিনিধি::
নবগঠিত শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক কমটিতে যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন শাল্লা উপজেলার প্রতাপপুর গ্রামের নিত্যানন্দ দাস নিতাই।
নিত্যানন্দ দাস নিতাইকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করার আনন্দিত তার গ্রামবাসী। তাই গ্রামের সবাই মিলে আয়োজন করেন সংবর্ধনা সভার। বুধবার বিকেলে প্রতাপপুর গ্রামবাসীর উদ্যোগে নিত্যানন্দ দাস নিতাই কে সংবর্ধনা প্রদান করা হয়।
অনিল চন্দ্র দাসের সভাপতিত্বে ও শাল্লা উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন এর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উসমান গণি, বিএনপি নেতা বিরেন্দ্র জন্দ্র দাস।
সংবর্ধিত অতিথি বলেন, আমি আমার গ্রামবাসীর কাছে চিরঋণী হলাম। তারা যে আমাকে এতটা ভালবাসে তা আগে বুঝতে পারিনি। আশা করছি আপনাদের সকল ভালোর সাথে আমি থাকবো। সবাই মিলে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি ক্ষমতায় আনার চেষ্টা করবো। বিএনপি ক্ষমতায় আসলে অভহেলিত শাল্লার উন্নয়ন হবে।