মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহবানে দিরাই পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজির উদ্যোগে উপজেলার ধল হাইস্কুল মাঠে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ধল গ্রামের বিশিষ্ট মুরুব্বি সোম চন্দ্র দাসের সভাপতিত্বে ও দিরাই পিএফজির সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়ল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলী আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধল বাজার মসজিদের পেশ ঈমাম হাফেজ শামীম আহমেদ, ধল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দীন ইসলাম, শিক্ষক মাহবুব আলী, দিরাই পিএফজির সদস্য সৈদুর রহমান তালুকদার, জামিল আহমদ ময়না।
স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এর কুদরত পাশা, গ্রামবাসীর পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোস্তফা মিয়া।
বক্তারা বলেণ, এ এলাকায় ধর্মীয় সংঘাত না থাকলেও মাঝে মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে মতবিরোধ দেখা দেয় তবে আমরা এটা সামজিক ভাবেই স্বাভাবিক করি। তারা বলেন, এ এলকায় কে হিন্দু কে মোসলমান বুঝা মশকিল। আমাদের ঈদ এবং তাদের পুজা এলে বুঝা যায় এ এলাকায় দু ধর্মের মানুষ বসবাস করে। আমরা আশা করি এ এলাকার মানুষ ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেই চলছি। তবে তারা সবাইকে আহ্বান জানান কোন গুজবে কেউ যেন কান না দেয়।
সভা শেষে আয়োজন করা হয় সম্প্রীতির বাউল গান। বাউল দুখু মিয় আগে কি সুন্দর দিন কাটাইতাম গান দিয়ে শুরু করেন। এর পর বাউলিয়ানা ফয়সল কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল গানটি পরিবেশন করেন। সব শেষে বাউল দুখু মিয়া এসব নিয়ে দ্বন্দ্ব কেন কে হিন্দু কে মোসলমান, তুমিও মানুষ আমিও মানুষ সবাই এক মায়েল সন্তান শাহ আব্দুল করিমের এ গানটি দিয়ে শেষ করেন।