মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি::
দিরাই পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি দিরাই পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসমত আলী কে বহিস্কার করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
দিরাইয়ে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসমত আলী নামের এক নেতা বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া নিয়ে আলোচনার ঝড় উঠেছে। হাসমত আলীর দেয়া বক্তব্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
দিরাই উপজেলা বিএনপির আহ্বায়খ হিসেবে আমীর হোসেন এর নামে এলে তা মানতে পারেননি দিরাইয়ে বিএনপির নাছির চৌধুরী ও পাবেল চৌধুরী গ্রুপ। কমিটি ঘোষণার পরপরই নাছির চৌধুরীর বাসায় উভয় গ্রুপের নেতারা বসে প্রতিবাদ জানান।
তার প্রেক্ষিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমীর হোসেন।
হাসম আলীর বহিস্কারের চিঠিতে জেলা জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) এ্যাডভোকেট আব্দুল হক স্বাক্ষর করেন। তাতে বলা হয়,আপনি দিরাই উপজেলায় একটি কর্মীসভায় দলীয় শৃঙ্খলা বিরোধী আপত্তিকর স্লোগান দিয়েছেন। যাতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। (যার ভিডিও রেকর্ড সংরক্ষিত আছে) আপনাকে দল প্রাথমিক বহিষ্কার করা হলো এবং স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ প্রেরণ করা হলো।
এর কপি প্রফেসর এ জেড এম জাহিদ হোসেন সম্মানিত সদস্য জাতীয স্থায়ী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, আলহাজ জি কে গউছ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, মিফতা সিদ্দিকী সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে দেওয়া হয়।