মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দিরাই উপজেলার ২১ সদস্যেল আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপি। কমিটিতে ত্যাগী নেতাদের পদায়ন না হলেও নাঠির চৌধুরী গ্রুপ, পাবেল চৌধুরী গ্রুপ, রুমী চৌধুরী গ্রুপ, আলিী আকবর চৌধুরী গ্রুপ, আজমল চৌধুরী গ্রুপ, ইকবাল চৌধুরী গ্রুপ ও সুমন গ্রুপের নেতারা স্থা পেয়েছেন। তবে অধিকাংশই আত্মীয় স্বজন।
২১ সম্যের কমিটিতে আহ্বায়ক হিসেবে সম্ভাব্য সংষদ সদস্য প্রার্থী সাবেক বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরীর পছন্দে আমীর হোসেন এবং ১ম যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সাবেক এমপি নাছির চৌধুরীর ছোট ভাই মইন উদ্দিন চৌধুরী মাসুক কে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক কবির মিয়া ও এডওভাকেট মাসুক আলম আপন ভাই, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম চৌধুরী ও সদস্য আব্দুল ওয়াদুদ চৌধুরী আপন ভাই। ২১ সদস্যের কমিটিতে ৮ জন চৌধুরী রাখা হয়েছে কারণ গ্রুপ লিডার সবাই চৌধুরী।
দিরাই উপজেলার ৯ টি ইউনিয়ন রয়েছে তার মধ্যে বিএনপির ভোট ব্যঅংক হিসেবে পরিচিত রফিনগর, ভাটিপাড়া, রাচানগর, চরনারচর ও সরমঙ্গল ইউনিয়ন থেকে কোন সদস্য রাখা হয়নি। এ নিয়ে বিরোপ প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেকে।
কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির তালুকদার, আব্দুল করিম চৌধুরী, মোঃ কবির মিয়া, সদস্য তাহির রায়হান চৌধুরী পাবেল, আবদাই মিয়া, এডভোকেট মাসুক আলম, আঃ রশিদ চৌধুরী, আব্দুল ওয়াদুদ চৌধুরী, আব্দুল কাইয়ুম, নুরুল হক তালুকদার, পংকজ দাস, সুমন মিয়া, সুয়েব হাসান, এডভোকেট ওবায়দুর রহমান মিশু, আবু সাঈদ চৌধুরী, ইফতেখার মোঃ নাবিল চৌধুরী, আবুল খায়ের চৌধুরী, কামরুল ইসলাম, সুকেশ দাস প্রমূখ।