মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পরিচালনা কমিটির সদস্য নুরুল হক আফিন্দী সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় বিভিন্ন হাওর রক্ষাবাঁধ পরিদর্শন করেছেন। মঙ্গলবার তিনি জামালগঞ্জের হালির হাওর, ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর উত্তর এর সোনামড়ল হাওর, চন্দ্র সোনার থাল হাওর, মধ্যনগর উপজেলার গুরমার হাওর পরিদর্শন করেন। এ সময় তিনি সঠিক সময়ে কাজ শেষ না হরায় হতাশা প্রকাশ করেন। বাকী কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করতে নির্দেশ দেন।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ,পাউবোর সুনামগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, পাউবোর জামালগঞ্জ উপজেলার উপ সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি, ধর্মপাশা উপজেলা সহকারী প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম, মধ্যনগর উপজেলার সহকারী প্রকৌশলী নূর আলম, সাপ্তাহিক জামালগঞ্জ সংবাদের সম্পাদক অঞ্জন পুরকায়স্থ,জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস, বৈশাখি টেলিভিশনের জেলা প্রতিনিধি কর্ণ বাবু, দৈনিক সুনামকন্ঠ প্রতিনিধি আফরোজ রায়হান প্রমূখ।