মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া পশ্চিম পাড়া দুই পক্ষের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে নারী সহ ২৫ জন আহত। বুধবার ইফতারের পূর্ব ছালেকনুর মেম্বার ও বদরুল আলমের লোকজনের মধ্যে পুর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ প্রায় ২৫/৩০ জন আহত হয়েছে। আহতরা হলেন মোঃ সালেক নূর ( ৬২) ওয়াকিব নুর (৫২) বাচ্চু মিয়া (৫০) কুরবান (১৫) রুহেল মিয়া ( ৩২) আলী (১৬) সুমন (২০) মোছাঃ রফনা বেগম (৪৫) হাফসা বেগম (৫০) মিজান (২৫) আংগুর তালুকদার (৫০) আসাদুল (৩০) রুজেল মিয়া (৩৫) ফয়জুল হক (৪৫) বদরুল আলম (৫০) এরশাদুল (৩৫) সহ ২৫ /৩০ জন। দিরাই হাসপাতালে চিকিৎসা চিকিৎসাধীন ১০ জন ভর্তি আছেন এবং গুরুতর আহত ৬ জন কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা হলেন আংগুর তালুকদার, বদরুল আলম, রুজেল, ফয়জুল হক, এরশাদুল ও কুরবান। এলাকাবাসী সুত্রে জানা যায় দীর্ঘদিন ধরে ছালেকনুর মেম্বার ও বদরুল আলমের মধ্যে পারিবারিক ও আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। আজ বুধবার ইফতারের পূর্ব মুহুর্তে ছালেকনুর মেম্বারের চাচাতো ভাই ওয়াকিব নুর গরু মাঠ থেকে প্রতি পক্ষের বাড়ির পাশ দিয়ে আনার সময় বাঁধা দিলে কাটাকাটি এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এবিষয়ে এখন পর্যন্ত কোন মামলা হয়নি।এবিষয়ে দিরাই থানার এএসআই মালেক রেজা বলেন আমি সংঘর্ষের সংবাদ পেয়ে দিরাই হাসপাতালে আসি উভয় পক্ষের আহতদের চিকিৎসার ব্যবস্থা করি এবং বিস্তারিত ঘটনা জানতে সরেজমিনে ভাটিপাড়া যাব। কোন পক্ষ ই থানায় অভিযোগ করেনি।