মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
শাল্লা প্রতিনিধি::
সুনামগঞ্জের শাল্লায় ছাত্রদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামানা,দেশ নায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে (৫মার্চ বুধবার) উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের সাতপাড়া বাজারে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্নার সভাপতিত্বে ও সদস্য সচিব বাপন আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এ্যাড. তাহির রায়হান চৌধুরী পাবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ,যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন ও যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল করিম। এছাড়াও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।